তথ্যকেন্দ্র কমলগঞ্জ কর্তৃক গত ২৬ জুন ২০২৩ খ্রী: তারিখে আয়োজিত বিশেষ উঠান ও তথ্যকেন্দ্র কমলগঞ্জ এর ৮৪তম বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ, সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি ও সাবেক চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কমলগঞ্জ, এম মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক সভাপতি, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, জনাব জুয়েল আহমেদ, মেয়র, কমলগঞ্জ পৌরসভা, জনাব বিলকিস বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, কমলগঞ্জ, জনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল, সভাপতি, কমলগঞ্জ দুর্নীতি দমন কমিটি ও জনাব সঞ্জয় চক্রবর্তী, ওসি, কমলগঞ্জ থানা। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও তথ্যকেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব সিফাত উদ্দিন মহোদয়। উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন তথ্যসেবা কর্মকর্তা জনাব স্বর্ণালী সিনহা। তথ্যসেবা সহকারী আমিনা ইসলাম মৌ এর সঞ্চালনায় এবং তথ্যসেবা সহকারী নিশা রানী দেব ও অফিস সহায়ক বিশাল কানু এর সার্বিক সহযোগিতায় উঠান বৈঠকটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এমপি মহোদয়ের তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ বক্তব্যে উপস্থিত ছয়শতাধিক নারী সেবাগ্রহীতারা উচ্ছ্বসিত ও আনন্দিত। এই বিশেষ উঠান বৈঠকটি তথ্যকেন্দ্রে কার্যক্রমকে আরে বেগবান করেছে ও এমপি মহোদয় তথ্যআপাদের কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে নারীর ক্ষমতায়নে কাজ করে যাওয়ার উৎসাহ প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস